করোনাভাইরাসের সংক্রমণ রুখতে যেকোনও জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নিষেধকে কার্যত উপেক্ষা করে ঢাকার মসজিদে জুম্মার নমাজে অংশ নেন অনেকে। মসজিদে বেশি লোক কেন নমাজ পড়তে এসেছে তা নিয়ে নিজেদের মধ্যেই বচসার শুরু হয়। এরপরে শুরু হয় হাতাহাতি। ঘটনায় এক মুয়াজ্জিন-সহ সাত মুসল্লি জখম হয়েছেন।
ঘটনা ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর বাজারের এক মসজিদে। ভাইরাসের সংক্রমণ রুখতে মসজিদে না গিয়ে বাড়িতেই নমাজ পড়ার নির্দেশ দিয়েছে শেখ হাসিনার সরকার। শুক্রবার জুম্মার নমাজে সর্বোচ্চ ১০ জন জমায়েত করতে পারবেন বলে জানিয়েছিল সরকার। কিন্তু সেই নির্দেশ না মেনে, একসঙ্গে মসজিদে উপস্থিত অনেকে। ত নিয়েই নিজেদের মধ্যে বচসা শুরু হয়।