লকডাউন চললেও স্কুলগুলিতে মে-র শুরু থেকে মিড-ডে মিল, জানাল রাজ্য

0
3

করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দিনের পর দিন। প্রধানমন্ত্রীর নির্দেশে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনে গোটা দেশ। রাজ্যেও চলছে লকডাউন। বন্ধ স্কুল-কলেজ, বাজার -হাট, দোকানপাট।

এরমধ্যেই রাজ্যের সিদ্ধান্ত, স্কুল না খুললেও মে মাসের শুরু থেকে দেওয়া হবে মিড ডে মিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “মে মাসে আইসিডিএস এবং স্কুলে আবার মিড-ডে-মিল দেওয়া শুরু হবে৷ যেহেতু এখন স্কুল খোলার কোনও সম্ভাবনা নেই, তাই মে মাসের প্রথম সপ্তাহেই মিড-ডে-মিল বাবদ বাচ্চাদের দু’কেজি করে চাল ও আলু দেওয়া হবে। এপ্রিল মাসে সরকারি, সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলগুলোর পড়ুয়াদের মিড-ডে-মিল আগেই দেওয়া হয়েছে।”