উত্তরবঙ্গ মেডিক্যালে বন্ধ করোনা চিকিৎসা, বিক্ষোভ স্থানীয়দের

0
3

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনার চিকিৎসা হবেনা। বৃহস্পতিবার বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য করোনা বিশেষজ্ঞ কমিটি। সিদ্ধান্ত হয় শুক্রবার থেকে প্রধাননগরের বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা হবে।

এদিন সকাল থেকে ওই এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখানো শুরু করেন। খবর পেয়েই নার্সিংহোমে যান রাজ্য সরকারের করোনা বিশেষজ্ঞ কমিটি। কমিটির প্রধান ডা: অভিজিৎ চৌধুরী স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার থেকেই এই নার্সিংহোমে করোনা রোগীর চিকিৎসা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় বাসিন্দারা আপত্তি করেছেন। তাঁদের এই দাবি আমি সরকারের কাছে পৌঁছে দেব। সরকার চায়না মানুষের অসুবিধা করে চিকিৎসা করতে।” যারা বিক্ষোভ করছেন তাঁরা অবৈজ্ঞানিক ভাবে এসব করছে বলে মন্তব্য করেন অভিজিৎ চৌধুরী। এই নার্সিংহোমে চিকিৎসা হবে কিনা তা সরকারই ঠিক করবে বলে জানান তিনি।