করোনাভাইরাস মিলল ইয়ানোমামি উপজাতির একজনের শরীরে। ব্রাজিলের আমাজন অরণ্যে বাস করা উপজাতির শরীরে করোনা মেলায় উদ্বিগ্ন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রক।
ওই আক্রান্তের বয়স ১৫। উত্তর ব্রাজিলের বোরাইমার রাজধানী বোয়া ভিস্তার এক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে সে। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুই হেনরিক ম্যানডেট্টা বলেন, “ইয়ানোমামির একজনের শরীরে করোনাভাইরাস মিলেছে। আদিবাসীদের নিয়ে আরও সতর্ক হতে হবে। কারণ, আমাজন অরণ্যে বাস করা বহু সংখ্যক আদিবাসীদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।”
প্রসঙ্গত, ব্রাজিলে প্রায় ৮ লক্ষ আদিবাসীদের বাস করেন। যার মধ্যে রয়েছে কমপক্ষে ৩০০টি ভিন্ন উপজাতি। ইয়ানোমামিরা সংখ্যায় প্রায় ২৭ হাজার। যারা মূলত ‘ফেস পেইন্টিং’ এবং ‘পিয়ারসিং’-এর জন্য বিখ্যাত। ইয়ানোমামির একজনের সংক্রমণ হাওয়ায় চিন্তিত ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই তাদের সতর্ক করা হয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের তরফে।




























































































































