সামাজিক-আর্থিক ভেদাভেদ মুছে দিয়েছে কোভিড-১৯। বিশ্বের সর্বস্তরের মানুষই আজ করোনাভাইরাসের শিকার হচ্ছেন। যেমন, সৌদি আরবের রাজপরিবার। প্রবল প্রভাবশালী ও বিশ্বের অন্যতম ধনী সৌদি রাজপরিবারের ১৫০ জন সদস্য করোনা সংক্রমণের শিকার বলে জানা গিয়েছে। সৌদি রাজপরিবারের সদস্যদের রাজকীয় ব্যবস্থাপনায় চিকিৎসা হয় যে কিং ফয়জল স্পেশালিস্ট হাসপাতালে, সেখানে ভিআইপিদের চিকিৎসার জন্য ৫০০ বেড তৈরি রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, রিয়াধের গভর্নর ও সৌদিরাজ সলমনের ভাইপো প্রিন্স ফয়জল বিন বন্দর বিন আবদুলাজিজ অাল সৌদ কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন কিং ফয়সল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। ৮৪ বছর বয়সের সৌদির রাজা সলমন জেড্ডার কাছে এক দ্বীপের প্রাসাদে সম্ভবত কোয়ারানটিনে রয়েছেন। তাঁর ছেলে তথা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন কয়েকজন মন্ত্রীকে নিয়ে দেশের রাজধানী থেকে দূরে রয়েছেন। সবমিলিয়ে, করোনায় জেরবার খোদ সৌদি আরবের রাজপরিবারই।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.




























































































































