করোনা-মহামারির জেরে দেশের কৃষিক্ষেত্রে ভয়াবহ সংকটের সৃষ্টি হয়েছে৷ সংকট থেকে কৃষকদের রক্ষা করতে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি৷ প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন, রবি-ফসল ঘরে তোলার জন্য কৃষকদের লকডাউন থেকে ছাড় দেওয়া হোক৷ এই ফসল ঘরে তুলতে না পারলে আগামীদিনে দেশে ভয়াবহ খাদ্যসংকট তৈরি হতে পারে৷ একাধিক বিধি আরোপ করেই কৃষকদের মাঠে যেতে দেওয়া হোক৷
একই সঙ্গে সারের উপর থেকে সমস্ত রকমের কর প্রত্যাহার করার দাবিও অধীর জানিয়েছেন৷ প্রস্তাব দিয়েছেন,গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে এনরেগার তালিকাভুক্তদের ফসল তোলার কাজে অগ্রাধিকার দেওয়া উচিত।