করোনা সংক্রমণের হটস্পট খুঁজতে নতুন অ্যাপ চালু করল রাজ্য সরকার। ‘সন্ধানী’ নামে ওই অ্যাপ তৈরির কথা নবান্নের বণিকসভার বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে করোনা সংক্রমণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন। তা সরাসরি নবান্নে কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত হবে।
এর পাশাপাশি, করোনা পরিস্থিতি মোকাবিলায় ডেটা অ্যানালিসিস সেল তৈরি করেছে সরকার। স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর ডা: অসিত বিশ্বাসের নেতৃত্বে ৯ জন সদস্য নিয়ে তৈরি হয়েছে এই সেল। কলকাতা সহ জেলাগুলি থেকে তথ্য সংগ্রহ করবে তারা। সেই তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ করা হবে।
কলকাতা সহ সব জেলা থেকে বিভিন্ন সূত্র মারফৎ তথ্য সংগ্রহ করা হবে। সেই তথ্য বিশ্লষণ করে কোভিড–19-এর হটস্পট চিহ্নিত করা হবে।
প্রত্যেকদিনে তথ্য বুলেটিন হিসেবে জানানো হবে। এর প্রেক্ষিতে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে তাও জানানো হবে বুলেটিনে।





























































































































