লকডাউনে বেসরকারি স্কুলগুলিকে মানবিক আবেদন শিক্ষামন্ত্রীর, কী বললেন তিনি?

0
1

রাজ্য তথা বেসরকারি স্কুলগুলিকে মানবিক আবেদন জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর আবেদন, করোনা মোকাবিলায় গোটা দেশের মতোই রাজ্যজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ভীষণ সমস্যায় আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিভঙ্গিতে মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করছেন। যাতে সকলে ভালো থাকে।

এরপরই শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে ও শহরের কিছু বেসরকারি অস্বাভাবিক স্কুল ফিস বৃদ্ধি করেছে বলে অভিভাবকরা অভিযোগ জানিয়েছেন। তাই সেই স্কুলগুলিকে অনুরোধ করা হচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে যেন ফিস বৃদ্ধি করা না হয়।

পাশাপাশি, অনেক অভিভাবক লকডাউনের মধ্যে সময় মতো ফিস জমা করতে পারছেন না। তাঁদের সন্তানরা যাতে সমস্যায় সেদিকটিও বিবেচনা করার অনুরোধ করেন পার্থ চট্টোপাধ্যায়।