বৃহস্পতিবার সকালে বিভিন্ন দৈনিকে রাজ্য সরকারের বিরাট বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। তাতে করোনা মোকাবিলায় গঠিত বোর্ডের সব সদস্যদের ছবি ছাপা হয়েছে। সঙ্গে মুখ্যমন্ত্রী। সকালেই ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধীরা। সিপিএমের সুজন চক্রবর্তী, বিজেপির দিলীপ ঘোষ, কংগ্রেসের সোমেন মিত্র বলেছেন,” এই অর্থসংকটের সময়ে কুৎসিত আত্মপ্রচার ও অপচয়ের নিদর্শন এটি। যেখানে মানুষ কষ্টে আছেন, সাধ্যমত দান করছেন সরকারি তহবিলে; সেখানে লাখ লাখ টাকা খরচ করে এই ছবি ছাপার বিজ্ঞাপনের কোনো কারণ নেই। জনতার আবেগে দেওয়া টাকা নিয়ে রাজনৈতিক প্রচার চলছে।” এনিয়ে তৃণমূলের একাধিক সিনিয়র নেতাও ক্ষুব্ধ। তাঁদের মতে, আমলাদের অতিসক্রিয়তা থেকে এইসব ঘটনা ঘটছে। এতে জনমানসে উল্টো প্রতিক্রিয়া হচ্ছে।





























































































































