আগামী ১৪ এপ্রিল কি লকডাউন শিথিল হচ্ছে? দেশজুড়ে এমন জল্পনার মাঝেই আজ, বৃহস্পতিবারদেশের প্রথম রাজ্য হিসেবে ওড়িশা সরকার জানিয়ে দিলো, ১৪ এপ্রিলের পর আরও ১৫ দিন অর্থাৎ, ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি থাকবে সেই রাজ্যে।
ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনা্য়ক বলেন, “রাজ্য সরকার লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন চলাকালীনরা জ্যবাসীর সহযোগিতা আমাদের লড়াই করার শক্তি জুগিয়েছে। এই অবস্থায় আগামিদিনেও আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশা রাখছি।”
গোটা বিশ্বের মতো ভারতেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই পরিস্থিতি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নবীন পট্টনায়েক সরকারের।
এদিকে, গতকাল বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিয়েছেন, যে ১৪ এপ্রিল শেষ হচ্ছে না লকডাউন। সর্বদলীয় বৈঠকে তিনি বলেছেন, দেশে জরুরি অবস্থা তৈরি হয়েছে। তার জন্য আরও কড়া ব্যবস্থা নিতে হবে সরকারকে।
৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হলেও স্কুল-কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৭ জুন পর্যন্ত। এমনটাই জানিয়েছেন নবীন পট্টনায়েক।






























































































































