ভিন রাজ্যে আটকে ছেলেরা, পথ চেয়ে বসে আছে তরিতপুর গ্ৰাম

0
3

বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত ভারতও। সতর্ক থাকতে দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের ফলে অন্য রাজ্য আটকে রয়েছেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা। কবে ফিরবে তাঁরা, সেই পথ চেয়ে বসে আছে পরিবারের সদস্যরা।

মুর্শিদাবাদ জেলার বেশীরভাগ মানুষই পরিযায়ী শ্রমিকের কাজে ভিন রাজ্যে ও বিদেশে পাড়ি দেয়। জেলার হরিহর পাড়ার ধরমপুর পঞ্চায়েতের অন্তর্গত তরিতপুর গ্ৰামের বেশিরভাগ মানুষ রয়েছেন ভিন রাজ্যে। কিন্তু এই লকডাউনে ফলে তারা বাড়ি ফিরতে পারেননি। তরিতপুর গ্ৰামের বাসিন্দা হাজেরা বেওয়া জানান, তাঁর দুই ছেলে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করেন। এখন লকডাউনে কাজ বন্ধ। তাঁদের কাছে খাওয়ার জন্য আর টাকা নেই। কীভাবে কাটবে আগামী দিনগুলি তা নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা। তাঁরা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।