লকডাউন চলাকালীন হপ্তা পেলেন না রাজ্যের লক্ষাধিক শ্রমিক। কেন্দ্র এবং রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল লকডাউন চলাকালীন শ্রমিকদের বেতন কাটা বা ছাঁটাই করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশকে কার্যত অমান্য করল রাজ্যের ৫৩টি জুটমিল।
জুটমিলগুলিতে ১৫ দিন অন্তর হপ্তা মেলে। প্রতি মাসের ৭ ও ২২ তারিখ হপ্তা ঢোকে শ্রমিকদের অ্যাকাউন্টে। মঙ্গলবার জুট শ্রমিকদের অ্যাকাউন্টে যে হপ্তা ঢুকেছে তা লকডাউনের আগে কাজ করার মজুরি। কিন্তু লকডাউনের সময়ের কোনও মজুরি পাননি শ্রমিকরা। শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে বলে জানা গিয়েছে।