আমেরিকার পর এবার মৃত্যু উপত্যকা স্পেনে ওষুধ পাঠাচ্ছে ভারত

0
1

কোভিড-১৯ সংক্রমণে গোটা বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মারণ ভাইরাস সবচেয়ে বেশি থাবা বসিয়েছে প্রথম বিশ্বের দেশগুলিতে। করোনা মোকাবিলায় কার্যত করুণ অবস্থা বিত্তশালী-ক্ষমতাশালী দেশগুলির।

ভারতেও করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। কিন্তু এখনও তা হাতের মধ্যে রয়েছে। তাই ভারত থেকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলো করোনার জেরে মৃত্যু উপত্যকায় পরিণত হওয়া স্পেনের দিকে। স্পেনে করোনায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এবার তাই স্পেনকে প্রয়োজনীয় ওষুধ পাঠাতে চলেছে ভারত।

আজ, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে স্পেনের বিদেশমন্ত্রী আরাঞ্চা গঞ্জালেজের কথা হয়েছে। তারপরই ভারত স্পেনকে করোনার জন্য প্রয়োজনীয় ওষুধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে আমেরিকাকেও ওষুধ পাঠিয়েছে ভারত।

উল্লেখ্য, এখনও পর্যন্ত স্পেনে করোনায় মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৯২ জনের। আক্রান্ত হয়েছেন মোট ১ লক্ষ ৪৮ হাজার ২২০ জন। আর এই সংখ্যা বাড়ছে বিদ্যুতের গতিতে।