বারাকপুর পুলিশ কমিশনারেটকে সাহায্য

0
2

লকডাউন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে অক্লান্ত পরিশ্রম করছে পুলিশ। এবার তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন এক ব্যবসায়ী।

বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত সমস্ত পুলিশ কর্মী ও আধিকারিকদের স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, সার্জিক্যাল গ্লাভস, পিপিই কিট, ব্লিচিং পাউডার, ফিনাইল দিলেন সোদপুরের ব্যবসায়ী কমল দাস। পুলিশ কমিশনার মনোজ ভার্মার হাতে এগুলি তুলে দেন তিনি।
প্রথমে তাঁর এই ইচ্ছের কথা কমল দাস জানান জয়েন্ট পুলিশ কমিশনার ধ্রুবজ্যোতি দে-কে। বারাকপুর কমিশনারেটে অন্তর্ভুক্ত ১৭ টি থানা ও গোয়েন্দা বিভাগের আধিকারিক মিলিয়ে কর্মীর সংখ্যা ৫ হাজার। সে অনুযায়ী ব্যবস্থা করে পুলিশ কমিশনার মনোজ ভার্মা, জয়েন্ট সি পি ধ্রুবজ্যোতি দে,অজয় ঠাকুর ও ডি সি জোন আনন্দ রায়ের উপস্থিতিতে ২ টি গাড়ি করে জিনিস পৌঁছে দেন ওই ব্যবসায়ী।
কমল দাসকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি বলেন, এই জিনিসগুলি অত্যন্ত উপযোগী।