কর্নাটকের পথে বিহারও, করোনার জন্য বেতন ছাঁটাই বিধায়কদের

0
1

প্রথম পথ দেখিয়েছিল মোদি সরকার। করোনা তহবিলে অর্থ দিতে মন্ত্রী-সহ লোকসভা ও রাজ্যসভার সাংসদদের আগামী এক বছর ৩০ শতাংশ বেতন ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে। একই সিদ্ধান্ত স্বেচ্ছায় নিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালরা। এবার সেই পথে হাঁটল দুটি রাজ্য। করোনা সংকটে কর্নাটক বিধানসভার সদস্যদের ৩০ শতাংশ বেতন ছাঁটাই করছে ইয়েদুরাপ্পা সরকার। এবার বিহার বিধানসভার সদস্যদেরও বেতন ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল নীতীশকুমার সরকার। উদ্বৃত্ত অর্থ যাবে করোনা তহবিলে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনকর ইতিমধ্যেই এরাজ্যের বিধায়কদের বেতন ছাঁটাই করে করোনাযুদ্ধে আর্থিক সাহায্যের আহ্বান জানিয়েছেন। এখন দেখার, এ রাজ্যের সরকার সেই ডাকে সাড়া দেয় কিনা।