সামাজিক দূরত্ব বজায় রেখেই করোনার মুক্তিতে এবার হনুমান জয়ন্তী পালন করার আবেদন করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, বুধবার দেশের অনেক জায়গায় হনুমান জয়ন্তী পালন হবে। মানুষ করোনা নামক দস্যুর হাত থেকে রক্ষা পেতে পবনপুত্রের স্মরণ করবেন। তবে তা সামাজিক দূরত্ব মেনে করতে হবে বলে এদিন জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।
তিনি আরও বলেন, পবনপুত্র হনুমানজি রামচন্দ্রকে সঙ্কট থেকে উদ্ধার করেছিলেন। তাই এই দুঃসময়ে তাঁর প্রতি আস্থা রেখে হনুমানজির নাম স্মরণ করার কথা জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।
পাশাপাশি, করোনা নিয়েও মানুষের সচেতনতা প্রয়োজন বলে জানান তিনি।