গোটা দেশকে ঐক্যবদ্ধভাবে করোনা সংকটের মোকাবিলা করতে হবে। সংক্রমণ রুখতে সম্ভাব্য সমস্ত ব্যবস্থা যাতে কার্যকর করা যায় সেজন্য সরকার বদ্ধপরিকর। বিভিন্ন দলের সংসদীয় প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনার দ্রুত সংক্রমণ আটকাতে তিনি লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বলে সূত্রের খবর। এজন্য বিকল্প সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। লকডাউন সফল করতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, কোভিড-১৯ সংকটের পরিস্থিতিতে জীবন এত তাড়াতাড়ি আগের মত হবে না। আমাদের সামাজিক জীবন ও ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনতে হবে।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব ও মতামত শুনতে বুধবার সংসদীয় দলনেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আলোচনা হয়েছে। লকডাউন পর্বে অনুষ্ঠিত এই বৈঠকে করোনা পরিস্থিতির পর্যালোচনায় একাধিক বক্তব্য উঠে এসেছে। এদিনের বৈঠকে করোনা মোকাবিলায় আর্থিক প্যাকেজ, করোনা টেস্টের সংখ্যা বাড়ানো, বিনামূল্যে করোনা টেস্ট, বিকল্প স্বাস্থ্য পরিকাঠামোর প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।





























































































































