কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছে চাঁদ! আজ “সুপার ফুল মুন”। গতকাল, ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টা ৩ মিনিটে পূর্ণিমা লাগে। আর পঞ্জিকা মতে, তা আজ বুধবার সকাল ৮টা ৫ মিনিটে ছাড়ল। ফলে সূর্যোদয়ের সময়ে যেহেতু পূর্ণিমা তিথি ছিল, তাই আজ বুধবার পূর্ণিমা তিথি হিসেবে ধরা হবে। এই পূর্ণিমার চাঁদ এবছরের মধ্যে সবথেকে বড় দেখা যাবে আজ। যাকে বলা হয় “সুপার ফুল মুন”।
এই প্রসঙ্গে পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন বলেন, “চাঁদ গড়ে সাড়ে ২৭ দিনে তার নিজস্ব কক্ষপথে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। এই কক্ষপথটি উপবৃত্তাকার। ফলে সাড়ে ২৭ দিনে চাঁদ একবার পৃথিবীর কাছে আসে, আর একবার দূরে চলে যায়। ৭ এপ্রিল রাত ১১টা ৩৭মিনিটে চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবথেকে কাছে ছিল। তার মধ্যেই পঞ্জিকার হিসেবে বুধবার পূর্ণিমা তিথি রয়েছে। এই কারণেই এই মাসের পূর্ণিমার চাঁদটি অন্যান্য মাসের তুলনায় বড় দেখা যাচ্ছে”।
অর্থাৎ, আজ সারাদিন সুপার ফুল মুন চলবে। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত চাঁদের এই রূপ সর্বত্র দেখা যাবে বলে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন।