নেপাল-ভূটান থেকে আসা পণ্যবাহী ট্রাক জীবাণুমুক্তকরণের কাজ শুরু দমকলের

0
1

নেপাল এবং ভুটান সীমান্তের জয়গাঁও দিয়ে এরাজ্যে আসা অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাকগুলিকে এবার জীবাণুমুক্তকরণের কাজ করতে শুরু করেছে দমকল দফতর। প্রশাসনিক তরফে নির্দেশ এলে এই ধরনের স্যানিটাইজেশনের কাজ আরও করা হবে, জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু।

আজ, বুধবার দমকলের সদর দফতরে দমকলের ডিজি-সহ বিভাগীয় আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে এবিষয়ে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নিউটাউনে কোয়ারান্টাইন সেন্টার, বিভিন্ন হাসপাতাল এবং বাজারগুলিতে জীবাণুমুক্তকরণের কাজ করা হয়েছে দমকলের পক্ষ থেকে।