একেই বলে গোদের উপর বিষ ফোঁড়া। একা করোনায় রক্ষে নেই, সঙ্গে দোসর নদী বাঁধ ভাঙন। হ্যাঁ, আজ বুধবার সুন্দরবনের বাসন্তীর গৌরদাসপাড়া এলাকায় সকাল ১০ টায় পূর্ণিমার ভরা কোটালে নদীবাঁধ ভেঙে গিয়ে জলমগ্ন গোটা এলাকা। সম্প্রতি এখানে নদী বাঁধ সারাইয়ের কাজ হয়েছিল। কিন্তু লকডাউনের ফলে এখন কাজ বন্ধ। তাই বাঁধের অবস্থা খুব একটা ভালোও ছিলো না।
স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, এর আগে অনেকবার এই জায়গাটায় ভেঙেছে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত, বিডিওকে জানানো হয়েছে। কিন্তু বারবার দায়সারা কাজ করার ফলে এখানে ভাঙে। এ বিষয়ে প্রশাসন উদাসীন বলেই অভিযোগ গ্রামবাসীদের। এদিনের এই ঘটনার ফলে আশেপাশের কয়েকটি গ্রাম ভেঙে গিয়েছে, ভেসে গিয়েছে পুকুর, বাড়ি। করোনা আতঙ্ক ও লকডাউনের নতুন সমস্যায় সুন্দরবন এলাকার মানুষ।
দেখুন ভিডিও…