সাংসদদের বেতনের ৩০ শতাংশ নয়, দেশের প্রয়োজনে সাংসদরা তাদের পুরো বেতন দিতে পারেন। করোনার সঙ্গে লড়াই করতে হবে এক জোট হয়ে। এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় বুধবার সর্বদল বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি প্রধানমন্ত্রীকে জানান, পশ্চিমবঙ্গে অপ্রতুল পিপিই। সাপ্লাই নেই পর্যাপ্ত মাস্ক এবং স্যানিটাইজারের। এই পরিস্থিতিতে রাজ্যের চাহিদা মতো চিকিৎসা সামগ্রী পাঠানোর আর্জি জানান তিনি। পাশাপাশি বলেন, বর্তমান পরিস্থিতিতে শঙ্কায় রয়েছেন দিনমজুররা। তাদের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রীকে বার্তা দিতে বলেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, কেন্দ্রের কাছ থেকে একদিকে ২৫ হাজার কোটি টাকা অন্যদিকে ৩৬ হাজার কোটি টাকা পায় রাজ্য। এই পরিস্থিতিতে সেই টাকা পেলে চিকিৎসার সুবিধা হবে। পাশাপাশি রাজ্যের ৫৬ হাজার কোটি টাকা ঋণ মুকুবের আর্জি জানান সুদীপ।