করোনা পরিস্থিতি: প্রধানমন্ত্রীর কাছে রাজ্যগুলির জন্য আর্থিক প্যাকেজের দাবি

0
1

করোনা সংকটের মোকাবিলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব ও মতামত শুনতে বুধবার সংসদীয় দলনেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আলোচনা হয়েছে। লকডাউন পর্বে অনুষ্ঠিত এই বৈঠকে করোনা পরিস্থিতির পর্যালোচনায় একাধিক বক্তব্য উঠে এসেছে।

এদিনের বৈঠকে করোনা মোকাবিলায় আর্থিক প্যাকেজ, করোনা টেস্টের সংখ্যা বাড়ানো, বিকল্প স্বাস্থ্য পরিকাঠামোর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। রাজ্যগুলির জন্য করোনা মোকাবিলা খাতে আর্থিক প্যাকেজের দাবি জানান বিভিন্ন দলের প্রতিনিধিরা। রাজ্যগুলিতে বিনামূল্যে করোনা পরীক্ষা করার দাবি তোলা হয়। পাশাপাশি দু’ বছরের জন্য সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা সাসপেন্ড করার সিদ্ধান্তের সমালোচনা করেন বিরোধী দলের কোনও কোনও সদস্য। বৈঠকে উপস্থিত ছিলেন গুলাম নবি আজাদ, শারদ পাওয়ার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, টিআর বালু প্রমুখ।