কোনও আক্রান্ত ৩০ দিনে ৪০৬ জনকে সংক্রমিত করতে পারেন, উদ্বেগ বাড়ানো তথ্য কেন্দ্রের

0
1

উদ্বেগ শতগুণে বাড়িয়ে দেওয়ার মতো তথ্য !

দেশে করোনা- সংক্রমণের সংখ্যা প্রায় ৫ হাজার। ICMR আশঙ্কা প্রকাশ করেছে, এছাড়াও এমন অনেকেই রয়েছেন যাঁদের দেহে সেই অর্থে করোনা-সংক্রমণের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু তাঁরাও সংক্রমণ ছড়াতে পারেন। ICMR-এর সাম্প্রতিক সমীক্ষা বলছে, এই শ্রেণির কোনও ব্যক্তি যদি লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম না মানেন, অন্যান্য ঘোষিত পরামর্শ যদি অমান্য করেন, তবে তিনি অতিরিক্ত কোনও ‘চেষ্টা’ ছাড়াই ৩০ দিনে ৪০৬ জনের শরীরে করোনা- সংক্রমণ ছড়িয়ে দিতে পারেন। স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল এ কথা জানিয়ে বলেছেন, এই পরিস্থিতিতে লকডাউন বা কোয়ারান্টাইনের নিয়ম
প্রত্যেককে মানতেই হবে৷
কেউ না মানলে তাঁর ২ বছরের জেল হতে পারে। এই বিধি কঠোরভাবে প্রয়োগ করার প্রস্তাব কেন্দ্রের বিবেচনাধীন৷ করোনা-মোকাবিলায়
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মঙ্গলবার যে ‘গাইডেন্স ডকুমেন্ট’ প্রকাশ করেছে, সেখানেই এই তথ্য তুলে ধরেছে কেন্দ্র৷ বলা হয়েছে, ৭০ শতাংশ করোনা আক্রান্তর মধ্যে করোনা সংক্রমণের সামান্য অথবা অতি সামান্য লক্ষণ দেখা যায়। এমন ক্ষেত্রে তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই।

এদিকে, বাধ্যতামূলক কারনে মেয়াদ বাড়ানো না হলে, আর ১ সপ্তাহ পরেই দেশব্যাপী লকডাউন শেষ হওয়ার কথা৷ তবে যেভাবে দেশে করোনা- সংক্রমণ বাড়ছে তাতে ইতিমধ্যেই বহু রাজ্য লকডাউনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে। আগরওয়াল জানিয়েছেন, তারা পরিস্থিতি খতিয়ে দেখছে।