কালোবাজারি রুখতে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক পর্যটন মন্ত্রীর

0
1

লকডাউনে যাতে খাবারের অভাব না হয় তা নিয়ে তৎপর রাজ্য সরকার। কালোবাজারি রুখতে বুধবার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন পূর্ত দফতরের বাংলোতে তিনি বৈঠক করেন।

বৈঠক শেষে মন্ত্রী গৌতম দেব জানান, ” সারা উত্তরবঙ্গে পর্যাপ্ত খাওয়ার যাতে পৌঁছে যায় তা নিয়েই আলোচনা করা হলো। মানুষ যাতে বিপাকে না পড়েন তা নজর দিতে বলা হয়েছে। বাজারে যাতে কেউ বেশি দাম না নেয় তার উপরও নজর রাখা হবে। কালোবাজারির জন্য মঙ্গলবার একজনকে গ্রেফতার করা হয়েছে।