নিম্নবিত্তদের খাবার দিল লায়ন্স ক্লাব অফ হেরিটেজ ফেমিনা

0
1

 

করোনার জেরে সমস্যায় পড়েছেন একাংশের মানুষ। এবার তাঁদের জন্য এগিয়ে এলো লায়ন্স ক্লাব অফ হেরিটেজ ফেমিনা। সংগঠনের উদ্যোগে কোচবিহার জেলার রেলঘুমটি সংলগ্ন রেললাইনের পাশের বস্তিবাসীর জন্য ডিম ভাত ও মিনারেল ওয়াটার দেওয়া হয়।

ফেমিনার প্রেসিডেন্ট অর্পিতা আইচ বলেন, ” অনেকেই এই পরিস্থিতিতে খাবার পাচ্ছেন না। লকডাউনের জন্য কাজ কর্ম সব বন্ধ। তাই আমরা প্রায় ২০০ জনের হাতে খাবার তুলে দিই।” এদিন উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অঞ্চলের বিশিষ্ট জনেরা।