গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা এখানেই বেশি, তাই এবার বাজার স্যানিটাইজ করছে কলকাতা পুরসভা

0
1

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। যাতে বজায় থাকে সামাজিক দূরত্ব। কিন্তু মানুষকে তাঁর জীবনধারণের জন্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহে বেরোতেই হচ্ছে বাড়ির বাইরে। যেতে হচ্ছে বাজার-হাটে।

আর ঠিক সেই জায়গাতেই তৈরি হচ্ছে সমস্যা। লঙ্ঘন হচ্ছে লকডাউন। বাড়ছে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। তাই এবার শহরের বাজারগুলোকে স্যানিটাইজাড করতে শুরু করল কলকাতা পুরসভা।

আজ, বুধবার উল্টোডাঙ্গার মাঠের বাজারে করোনাভাইরাস থেকে মুক্তি পেতে এবং জীবাণু দূরে রাখতে স্যানিটাইজড করলো কলকাতা পুরসভা। এদিন বাজারে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা রাসায়নিক ছিটিয়ে স্যানিটাইজড করলেন পুরকর্মীরা।

পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন জায়গা রাসায়নিক ছড়ানোর কাজ হলেও বাজারে তা বিশেষ হত না। এবার বাজারকে জীবাণুমুক্ত করে পরিষ্কার করার কাজ শুরু করল কলকাতা পুরসভা।

দেখুন ভিডিও…