লকডাউন পরিস্থিতিতে দেশে অর্থনীতির হাল সঙ্কটজনক। এই অবস্থায় চিকিৎসার খরচ বহন করতে গেলে তারও চাপ বাড়াবে আমজনতার পকেটে। সে ক্ষেত্রে কী করণীয়? করোনাভাইরাসের চিকিৎসা কি মেডিক্লেম অর্থাৎ স্বাস্থ্যবিমার আওতাধীন? এ বিষয়ে জানতে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’ কথা বলেছিল অর্থনৈতিক পরামর্শদাতা সন্দীপ সেনগুপ্তের সঙ্গে। যাঁদের মেডিক্লেম আছে তারা কী কী সুযোগ-সুবিধা পাবেন? লকডাউনে বাড়ি বসেই মেডিক্লেম করতে পারা যাবে কি? তা সবিস্তারে জানিয়েছেন সন্দীপ সেনগুপ্ত। জানতে ক্লিক করুন-