কলকাতা হাইকোর্টে আজ জরুরি ভিত্তিতে যে কটি জামিনের আর্জির শুনানি হয়েছে, তার মধ্যে জামিন পেয়েছে ডাকাতিতে অভিযুক্ত প্রেসিডেন্সি জেলের বন্দি রবিন্দর প্রসাদ। দু মাসের জন্য এই অন্তর্বর্তী জামিন। আইনজীবী ছিলেন অয়ন চক্রবর্তী। অন্য মামলা দুটিতে পিনকন কোম্পানির মনোরঞ্জন রায় ও এম পি এসের প্রমথনাথ মান্নার জামিনের আবেদন খারিজ হয়েছে। মনোরঞ্জনের আইনজীবী দেবাশিস রায় বাড়ি থেকে ভিডিও মারফৎ মামলা লড়েন। প্রমথবাবুর ক্ষেত্রে তাঁর কন্যা সওয়াল করেছিলেন।