করোনা সঙ্কটের মধ্যেই স্বস্তির খবর, এনআরএসে ৭৯ জনের মধ্যে ৭৪ জনের রিপোর্ট নেগেটিভ

0
1

করোনা সঙ্কটের মধ্যেই ফের স্বস্তির খবর রাজ্যের জন্য। সম্প্রতি, এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ৭৯ জনের করোনা সন্দেহে সোয়াব টেস্ট করা হয়েছিল। এই খবর চাউর হতেই উদ্বেগ তৈরি হয় রাজ্যজুড়ে।

উল্লেখ্য, মহেশতলার এক করোনা রোগীর সংস্পর্শে আসার কারণেই এঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। কিন্তু আজ, বুধবার সকালেই মেলে স্বস্তির খবর। ৫ জন ছাড়া ইতিমধ্যেই হাতে মিলেছে বাকিদের মেডিক্যাল টেস্টের রিপোর্ট। সেখানে বলা হয়েছে, ওই ৭৯ জনের মধ্যে ৭৪ জনই করোনা আক্রান্ত নন। বাকি ৫ জনের রিপোর্টও আজই জানা যাবে।