রাজ্যে এবার ভূমিকম্প। করোনা আতঙ্কের মাঝে কেঁপে উঠল বাংলা। সকালে দক্ষিণবঙ্গের বাঁকুড়ায় কম্পণ অনুভূত হয়। সকাল ১১.২৪ মিনিট নাগাদ ভূমিকম্প হয় বাঁকুড়ায়। ভয়ে লকডাউন ভেঙে ঘরবন্দি মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়া জেলাজুড়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা কত তা এখনও জানা যায়নি। উৎপত্তিস্থল সমন্ধেও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে, মৃদু কম্পণ অনুভূত হয় আশপাশের জেলাগুলিতেও।
পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয় বাঁকুড়ায়। প্রথমটি ঃ- সময় ১১.১৯ মিনিট, উৎসস্থল লাক্ষাদ্বীপ, মাটির ১০ কিমি নিচে উৎস, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪। ২ সেকেন্ড স্থায়ী হয় কম্পন।
দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় ১১ টা২৪ মিনিটে। উৎসস্থল – দুর্গাপুর থেকে ২১ কিমি পশ্চিমে। রিখটার স্কেলে মাত্রা ৪.১ ( তথ্য ঃ- মেটেরলজিক্যাল বিভাগ, বাঁকুড়া)





























































































































