করোনা চিকিৎসায় এবার জৈব পদ্ধতিতে ওষুধ তৈরি করছে পতঞ্জলি। সংস্থার দাবি, এই ওষুধ রোগ সারাতে ১০০ শতাংশ কার্যকরী। ইতিমধ্যে কেন্দ্র সরকারের কাছে একটি গবেষণা পত্র জমা দিয়েছে পতঞ্জলি আয়ুর্বেদ।
হরিদ্বারের পতঞ্জলি গবেষণা ইনস্টিটিউট ওই গবেষণা পত্রে উল্লেখ করেছে, অশ্বগন্ধা, গিলয় এবং তুলসীতে ফাইটোকেমিক্যাল করোনা সংক্রমণ নিরাময়ে সাহায্য করবে। সংস্থাটি তাদের এই প্রস্তাব সম্পর্কে বিবেচনা করার জন্য সরকারকে অনুরোধ করছে।
সংস্থা জানিয়েছে, তিন মাস ধরে গবেষণা করে ইঁদুরের উপর পরীক্ষা করা হয়েছে। সংস্থার দাবি, নির্দিষ্ট পরিমাণে ব্যবহৃত অশ্বগন্ধা, গিলয়, তুলসী এবং স্বসারী নির্যাসের মিশ্রণ রোগীদের এই সংক্রমণ থেকে মুক্ত করতে পারে। পতঞ্জলি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ডাঃ অনুরাগ ভার্শনে বলেন, এই চিকিৎসা পদ্ধতি মহর্ষি চরকের ‘চরক সংহিতা’ গাইডের উপর ভিত্তি করে করা হয়েছে।