করোনা পরিস্থিতির মধ্যে নিজামুদ্দিন নিয়ে রাজনীতি করতে সকলকে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান “রোগ কখনও ধর্ম দেখে আসে না”। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ২৪ মার্চ লকডাউন ঘোষণা করে। তার আগে নিজামউদ্দিনের জামাত হয়েছে। রাজ্যের কাছে খবর ছিল সেখানে জমায়েত হওয়া অনেক বিদেশী রাজ্যে এসেছিলেন। সেইমতো নিজামউদ্দিনে যোগ দেওয়া ১০৮ জন বিদেশিকে কোয়রেন্টাইন করা হয়। এ ছাড়া এই রাজ্য থেকেও অনেকে গিয়েছিলেন নিজামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিতে। তাদেরও চিহ্নিত করে আইসোলেশন করা হয়েছে। সব মিলিয়ে ২০০-রও বেশি মানুষকে রাজারহাটে কোয়রেন্টাইনে রাখা হয়েছে। এমনকী, হজ হাউজকেও কোয়রেন্টাইন কেন্দ্র হিসেবে তৈরি রাখা হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, প্রশাসন চালাতে গেলে অনেক বিষয়ে গোপনীয়তা রক্ষা করতে হয়। বহুদিন ধরে নিজামুদ্দিন থেকে ফেরত মানুষদের চিহ্নিত করে তাঁদের চিহ্নিত করে আইসোলেশনে পাঠানোর কাজ চালানো হচ্ছিল। এই নিয়ে অযথা গুজব ছড়ানো অথবা ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।