দেশ ফের সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া By EBBS Desk - April 8, 2020 0 1 FacebookTwitterPinterestWhatsApp লকডাউন পরিস্থিতিতে ফের সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার কমল সেভিংস অ্যাকাউন্টে সুদের হার। ৩ শতাংশ থেকে কমে হল ২ দশমিক ৭৫ শতাংশ। লকডাউনের মধ্যেই এই নিয়ে দ্বিতীয়বার সুদের হার কমাল এসবিআই।