জঙ্গলে হারিয়ে যাওয়া বাংলা শ্রমিকরা নিরাপদে আছেন, জানালেন মুখ্যমন্ত্রী

0
1

রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন তিনি জানান, তামিলনাড়ু থেকে বেরিয়ে বাংলায় আসার পথে যে শ্রমিকরা জঙ্গলে পথ হারিয়ে গিয়েছিলেন বলে খবর এসেছিল তাঁরা আপাতত নিরাপদেই আছেন। একটি ত্রাণশিবিরে পৌঁছতে পেরেছেন। সেখানে সুরক্ষিত আছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সেই রাজ্যের বসবাসকারী বাংলা শ্রমিকদের বিষয়ে কথা বলেছেন তিনি। বেশিরভাগ রাজ্য এবিষয়ে যত্নশীল। তবে কয়েকটি রাজ্যে শ্রমিকরা সমস্যার মধ্যে রয়েছেন। রাজ্য সরকার তাঁদের সঙ্গে যোগাযোগ করে যত শীঘ্র সম্ভব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।

দেখুন ভিডিও…