প্রকাশের মুখে নতুন ই-বুক ” যুবরাজের অগ্নিপরীক্ষা”

0
1

“যুবরাজের অগ্নিপরীক্ষা”। প্রকাশের মুখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠা বৃহৎ স্রোতটিকে আগামী দিনের জন্য আবেগের পাশাপাশি এক আধুনিক পরিকাঠামোর অনুশাসনে সজ্জিত রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয়তাবাদী রাজনীতিতে বিরল কর্মযজ্ঞ। এই চ্যালেঞ্জের খোলামেলা বিশ্লেষণ এই বইতে। লকডাউনপর্বে পাঠকদের জন্য ereaders-এর উপহার। প্রকাশ নববর্ষ উপলক্ষ্যে। সঙ্গে আরও পাঁচটি নতুন ই-বই। ঘরে বসেই পড়বেন। যে ওয়েবসাইটে বইটির বিশ্বব্যাপী প্রকাশ হবে, সেটি মনে রাখুন

https://ereaders.co.in