করোনা-র বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রচারে অংশ নেবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল

0
2

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এ বার ফুটবল-বিশ্বের সঙ্গেই বাংলার দুই ক্লাব৷

বিশ্ব জুড়ে করোনার বিরুদ্ধে প্রচারে অংশ নিতে চলেছে‌ বাংলার মোহনবাগান ও ইস্টবেঙ্গল৷

রাষ্ট্রসঙ্ঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO সম্প্রতি ‘Be Active’ এবং ‘Healthy At Home’ প্রচারে নেমেছে৷ FIFA এই প্রচারে যোগ দিয়েছে৷ FIFA-র প্রচারে রিয়েল মাদ্রিদ সিএফ, এফসি বার্সেলোনা, লিভারপুল এফসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড এফসি অংশ নিচ্ছে বলে জানা গিয়েছে৷ বিশ্বজুড়ে কোভিড -১৯-র কারণে লক্ষ লক্ষ মানুষ এখন ঘরে বসে৷ তাদের ‘সক্রিয়’ থাকতে বা ‘Be Active’- এ উৎসাহিত করবে এই প্রচার। বলবে ঘরে থাকুন বা ‘Healthy At Home’- এর কথা৷
বাংলার এই দুই ফুটবল ক্লাবও বিশ্বজুড়ে আরও অনেকের সঙ্গে এই প্রচারে যোগ দেবে। রাষ্ট্রসঙ্ঘ বলেছে,বিশ্বকে একত্রিত করতে এবং মানুষকে ঘরে থাকার জন্য উৎসাহিত করতেই এই বিশ্বজুড়ে এই প্রচার চলবে৷ পর্যায়ক্রমে, ক্লাব আমেরিকা, সিডি গুয়াদালাজারা, বেইজিং গুয়ান এফসি, সাংহাই শেনহুয়া এফসি, মোহনবাগান এসি, ইস্টবেঙ্গল এফসি, মেলবোর্ন সিটি এফসি, সিডনি এফসি, অকল্যান্ড সিটি এফসি, টিম ওয়েলিংটন এফসি, সিএ রিভার প্লেট, অলিম্পিক ডি মার্সেই, টিপি মাজেম্বে, সিআর ফ্লেমেঙ্গো এবং এসই পালমিরাসও এই উদ্যোগে যোগ দেবে আগামী দিনে। WHO-এই সংকটকালে সমস্ত সুস্থ ও প্রাপ্তবয়স্কদের দিনে কমপক্ষে ৩০ মিনিটের শরীরচর্চা এবং কমপক্ষে ৬০ মিনিট বাচ্চাদের শরীরচর্চা করার পরামর্শ দিয়েছে৷ রাষ্ট্রসঙ্ঘের সচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “FIFA ফুটবল বিশ্বকে, তাদের সদস্য ক্লাব, খেলোয়াড় এবং অনুরাগীদের এই প্রচারে অংশ নিতে বলেছে।