কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা গেলেন হোম কোয়ারেন্টাইনে। পুরসভা সূত্রে খবর, বউবাজারের এলাকার এক ব্যক্তি তাঁর কাছে স্বাস্থ্য সম্পর্কিত নথি দেখাতে আসেন এবং তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন। পরে ওই ব্যক্তির কোভিড ১৯ পজিটিভ ধরা পড়ে। এর পরেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নেন কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলেই সূত্রের খবর।