কোভিড- ১৯ আক্রান্ত রোগীর চিকিৎসা করতে এবার মালদহে রেলের কোচকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত করা হলো। সোমবার মালদার রেলওয়ে ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার তৈরি হয়ে যাওয়া রেলের কোচ গুলি ঘুরে দেখেন। মালদহ রেলওয়ে ডিভিশনে মোট ৩০ টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করার কথা বলেছে রেল। এখনও পর্যন্ত মোট ১৮ টি কোচকে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। রেল সূত্রে খবর, একটি কোচে মোট আট জন রোগীর চিকিৎসা সম্ভব। প্রতিটি কোচের ভিতর অক্সিজেনের ব্যবস্থা থাকছে। সংস্কার করা হয়েছে শৌচালয়। চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম ফেলার জন্য আলাদা আলাদা ঢাকনা দেওয়া পাত্র থাকছে। ১০ এপ্রিলের মধ্যে আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন ডিআরএম।





























































































































