মুখ্যমন্ত্রীই লকডাউনকে গুরুত্বহীন করছেন, তোপ দিলীপের

করোনা আপডেট :৭ এপ্রিল, রাত ৯ টা। বিশ্ব : আক্রান্ত ১৩,৫৯,৮৫৪। মৃত ৭৪,৮৫৬। দেশ : আক্রান্ত ৪,৮৫৮, মৃত ১১৪। রাজ্য : আক্রান্ত ৬৯, মৃত ৫।

0
3

রোগীর সংখ্যা কম দেখাতে পরীক্ষা কম করা হচ্ছে। আর মানুষ এতোদিন ঘরে ছিলেন। কিন্তু খোদ মুখ্যমন্ত্রী লকডাউনকে গুরুত্ব দিচ্ছেন না। নিজে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। সর্বনাশ করছেন। অন্যকে জ্ঞান না দিয়ে ওনার উচিত ঘরে থাকা। ফের তোপ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

দিলীপ বলেন, বিভিন্ন জায়গায় তৃণমূলকর্মীরা লাঠি নিয়ে নামছেন। তৃণমূলের অফিসে চাল মজুত হচ্ছে। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছেন মানুষ, তাই হতাশ তৃণমূল। প্রধানমন্ত্রী তো জনপ্রতিনিধিদের বেতন কাটার সাহস দেখিয়েছেন। সেই সাহস দেখান আগে মুখ্যমন্ত্রী। এই লকডাউনেও রাজনীতি করছে তৃণমূল। দুর্ভাগ্যজনক। কোথাও আমাদের দলের লোককে মারছে, কোথাও ত্রাণে নিজেদের ছবি লাগিয়ে বিলি করছে। আসলে মানুষকেই অপমান করছে তৃণমূল।