এবার আয়ের উত্স জানতে চেয়ে নোটিশ দেওয়া হল তবলিগি জামাত প্রধান মৌলানা সাদকে। দিল্লির অপরাধ দমন শাখা সাদের প্রথম নোটিশের জবাবে সন্তুষ্ট নয়। দ্বিতীয় নোটিশে তবলিগি জামাতের অনুষ্ঠান সম্পর্কিত তথ্য, আয়ের উৎস এবং আয়কর রিটার্ন সম্পর্কিত তথ্য জানতে চেয়েছে পুলিশ। যদিও তাঁকে সশরীরে হাজির হওয়ার কোনও নির্দেশ দেয়নি পুলিশ।
করোনা রুখতে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তাকে উপেক্ষা করে ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয় দিল্লির নিজামুদ্দিনে। এই ঘটনায় তবলিগি জামাতের প্রধান মৌলানা সাদ সহ ৭ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি অভিযুক্তদের। তবলিগি জামাতের সমাবেশে অংশ নেওয়া ২২ জনের বিরুদ্ধে সোমবার এফআইআর করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তাঁদের বিরুদ্ধে ১৮৯৭ সালের মহামারি আইন ও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।































































































































