পঞ্চাশোর্ধ্ব আক্রান্তের জন্য হাসপাতাল, তার নিচে হোটেল-ধর্মশালা! বিশেষ পদক্ষেপ কেজরিওয়ালের

0
1

রাজধানী দিল্লিতে এবার একটু অন্যরকম পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কোভিড-১৯ ভাইরাস ক্রমাগত গ্রাস করছে দিল্লিকে। কিছুতেই করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব হচ্ছে না সেখানে। এই পরিস্থিতিতে দিল্লিবাসীর জন্য বিশেষ পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

পরিস্থিতির আরও অবনতি হলে কী ধরণের পদক্ষেপ নেওয়া হবে তা আগেভাগেই জানিয়ে দিলেন কেজরিওয়াল। আজ, মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল জানান, ৫০ ঊর্ধ্ব মানুষ যাঁরা হার্ট, লিভার, ক্যান্সার ও সুগারে ভুগছেন তাঁদের করোনা ধরা পড়লে হাসপাতালে ভর্তি করা হবে।

অন্যদিকে, ৫০-এর নীচে যাঁরা এবং যদি শরীরে করোনার উপসর্গ কম থাকে, তাঁদের হোটেল, ধর্মশালায় রাখা হবে। এর জন্য হোটেল, ধর্মশালাগুলিতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, এই রাজ্যে যদি আরও ৩০ হাজার মানুষ আক্রান্ত হয়, সেক্ষেত্রে তাঁদের চিকিৎসা করার ব্যবস্থা ইতিমধ্যেই নিয়ে ফেলেছে তারা।