করোনা মোকাবিলায় এগিয়ে এলেন গোপীচন্দ থেকে পঙ্কজ আডবাণী

0
1

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার এগিয়ে এলেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা ও পি ভি সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচন্দ, বিলিয়ার্ডস তারকা পঙ্কজ আডবাণী ও অস্ট্রেলীয় টেনিস তারকা নিক কিরিয়স।

কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ১১ লক্ষ টাকা দান করেছেন গোপী। ১০ লক্ষ টাকা দিয়েছেন তেলঙ্গনার ত্রাণ তহবিলে। পাঁচ লক্ষ টাকা তাঁর অনুদান অন্ধ্রপ্রদেশ সরকারের ত্রাণ তহবিলে।

গোপীর পাশাপাশি পাঁচ লক্ষ টাকা দান পঙ্কজের। অন্য দিকে, কিরিয়স আশ্বাস দিয়েছেন, তাঁর শহর ক্যানবেরার ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার।