কোয়ারান্টাইন কেন্দ্র নিয়ে স্পর্শকাতর মন্তব্য করে গ্রেফতার অসমের বিরোধী বিধায়ক

0
1

অসমের কোয়ারান্টাইন কেন্দ্র নিয়ে বিতর্কিত এবং স্পর্শকাতর মন্তব্য করায় গ্রেফতার হলেন বিরোধী দলের এক বিধায়ক৷ এই বিধায়ক অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের, নাম আমিনুল ইসলাম৷ মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় এই বিধায়ককে।

এক অডিও ক্লিপে শোনা গিয়েছে আমিনুল ইসলামের কণ্ঠস্বর। তিনি ওই অডিও ক্লিপে দাবি করেছেন,
◾অসমের কোয়ারান্টাইন কেন্দ্রগুলি বেআইনি অনুপ্রবেশকারীদের রাখার জন্য তৈরি হওয়া ডিটেনশন ক্যাম্পের থেকেও ভয়াবহ ও বিশ্রী৷

◾ নিজামুদ্দিনের মসজিদে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রাজ্যে ফেরা মুসলিমদের প্রতি খারাপ আচরণ করছেন কোয়ারান্টাইন কেন্দ্রগুলির চিকিৎসকরা৷

◾সুস্থ ও স্বাস্থ্যবান ব্যক্তিদের ইনজেকশন দিয়ে অসুস্থ করে তাদের করোনা আক্রান্ত রোগীতে পরিণত করা হচ্ছে।

এইসব বিতর্কিত মন্তব্যের জন্যই সোমবার বিধায়ক আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, অসমের দু’টি স্টেডিয়ামকে কোয়ারান্টাইন কেন্দ্রে পরিণত করা হয়েছে।