পার্টির ৪০তম প্রতিষ্ঠা দিবসে যা বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

0
1

করোনার জেরে গোটা দেশের মতো রাজ‍্যেজুড়েও লকডাউন চলছে। আজ, সোমবার বিজেপি রাজ‍্যে সভাপতি দিলীপ ঘোষ একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, “দলের ৪০তম প্রতিষ্ঠা দিবসে আম‍রা সকলেই বাড়ি থাকবো। কেউ বাইরে বের হব না। বাড়িতেই শ‍্যামাপ্রসাদ মুখ‍্যার্জির মূর্তিতে মাল‍্যদান করবেন। বাড়িতেই পতাকা উত্তোলন করবেন।”

এছাড়াও তিনি জানিয়েছেন, “শ‍্যামাপ্রসাদ মুখার্জির পথ অনুসরণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।”

দেখুন ভিডিও…