করোনাযুদ্ধে এবার নিজের দলের কর্মীদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির চল্লিশতম প্রতিষ্ঠা দিবসে লকডাউনের মধ্যে দলীয় কর্মীদের পাঁচদফা বার্তা দিলেন মোদি। বললেন, কোনও দরিদ্র মানুষ যেন লকডাউনের মধ্যে ক্ষুধার্ত ও অভুক্ত না থাকেন, এটা দেখতে হবে বিজেপি নেতা-কর্মীদের। অবিরত সেবা অভিযানের মাধ্যমে গণবণ্টনের সামগ্রী দরিদ্রদের কাছে পৌঁছনো নিশ্চিত করতে হবে। মানুষের কাছে গিয়ে সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখা ও মাস্ক পরার প্রচার করতে হবে। করোনা মোকাবিলা তহবিলে অর্থ দেওয়ার জন্য দলীয় কার্যকর্তা ও কর্মীদের আহ্বান জানান মোদি।