করোনাকে রুখতে একজোট হয়ে লড়ছে গোটা দেশ। নিরলস পরিশ্রম করে চলেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি ঘটাতে অর্থ তোলার চেষ্টা করছে সরকার। আর সেই কারণেই স্ট্যাচু অফ ইউনিটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনই বিজ্ঞাপন দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন এক ব্যক্তি। যার জেরে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার নাগাদ ওই ব্যাক্তি OLX–এ একটি বিজ্ঞাপন দিয়ে বলেন, করোনা মোকাবিলায় দেশের স্বাস্থ্য ক্ষেত্রের বিপুল উন্নতি দরকার। হাসপাতাল ও চিকিৎসকদের সাহায্যের কারণে পৌঁছে দেওয়া দরকার যথেষ্ট পরিমাণ চিকিৎসা সরঞ্জাম। তাই বিপুল অর্থের দরকার। আর সেই কারণেই বিক্রি করে দেওয়া হবে স্ট্যাচু অফ ইউনিটি। খবরটি পৌঁছে যায় স্ট্যাচু অফ ইউনিটি কর্তৃপক্ষের কাছেও। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। সর্দার বল্লবভাই প্যাটেলের এই মূর্তিটি দেখভালের জন্য আলাদা সংস্থা আছে, তাঁরাই পুলিশকে খবর দেন। এরপরেই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এরপরই ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (গুজব ছড়ানো) সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। অজানা ব্যক্তির খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।































































































































