সাংসদদের বেতন, পেনশনে 30% কোপ, তহবিল বন্ধে চাঞ্চল্য

0
3

বেনজির সিদ্ধান্ত। অথচ জরুরি। সাংসদদের বেতন, পেনশন 30% কমল এক বছরের জন্য। mplad funds পুরো বন্ধ। এই সব টাকা করোনাযুদ্ধে ব্যবহার করবে কেন্দ্র। ফলে এবার রাজ্যগুলির উপর চাপ বাড়ল মন্ত্রী, বিধায়ক, পুরপিতাদের বেতন, পেনশন ও ভাতা কমানোর জন্য।