করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা: দফায় দফায় বৈঠক মোদির

0
1

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার দফায় দফায় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলা বারোটা নাগাদ মন্ত্রিগোষ্ঠীর বৈঠক হবে। তার ঠিক এক ঘণ্টা পরেই বেলা একটার সময় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের ধারণা, খুব দ্রুতই করোনা মোকাবিলায় আরও কঠিন পদক্ষেপ করতে পারে কেন্দ্র। সেই কারণেই দফায় দফায় বৈঠকে বসছেন মোদি।

রবিবার তিনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বর্তমান মুখ্যমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। বুধবার সর্বদল বৈঠকের দিয়েছেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। এইসব বৈঠক থেকে পরিস্থিতি মোকাবিলায় কী সিদ্ধান্ত হয় সেটাই এখন দেখার।