ভাইরাল ছবি ! পুলিশ অফিসার বাবা ছোট্ট মেয়ের কাছেও যেতে পারছেন না

0
1

ভাইরাল হয়েছে এই ছবি ৷

এক পিতা’কে কর্তব্যের কারনে এই লকডাউনের সময়েও প্রতিদিন বেরোতে হচ্ছে৷ বাড়ি ফিরেও কাছে যেতে পারছেন না একরত্তি মেয়ের৷ তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একথা লিখেওছেন৷

ইনি ইন্দোরের এক পুলিশ অফিসার৷ নাম নির্মলকুমার শ্রীবাস৷ নিজেই সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়েছেন তার দুঃখের কথা। তিনি লিখেছেন, ‘সংক্রমণ রুখতে ৪৮ ঘণ্টা ডিউটি করছি তাতে দুঃখ নেই, কিন্তু কষ্ট হচ্ছে যখন বাড়ি গিয়ে দাওয়ার একপাশে বসে খাবার খাই। আর সেই সময়ে যখন আমার ছোট্ট মেয়েটা দূর থেকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে। হাজারো ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ওকে কোলে নিতে পারিনা। ভয় হয়, যদি ওর মধ্যে আমার রোগ ছড়িয়ে পড়ে।’

একথা তো ঠিকই, দিনের পর দিন বেড়েই চলেছে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা ১১৭। আক্রান্তের সংখ্যা ৪২৮৮। গত ২৪ মার্চ মধ্যরাত থেকে দেশজুড়ে চলছে লকডাউন৷ কিন্তু এই লকডাউন ভেঙে অনেকেই নেমে পড়ছেন রাস্তায়। তাঁদের সামাল দিতে হচ্ছে পুলিশকে। যে কাজে কলকাতা পুলিশ তৎপর, ঠিক একই কাজ করতে হচ্ছে ইন্দোরের এই নির্মলকুমার শ্রীবাস’কেও৷ দেশের স্বার্থে এই মুহুর্তে হাসিমুখেই ঝুঁকি নিয়েছেন৷ তবুও এক বাবা’র কষ্ট তো অন্য জায়গায়, মেয়েকে এখন আদর করারও পরিস্থিতি যে নেই, সে কথাই জানিয়েছেন তিনি৷