জাভেদ খানের ত্রাণ বিলি কর্মসূচিতে বিরাট জমায়েত! আতঙ্কে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার

0
1

আজ, সোমবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের উপস্থিতিতে গরীব-দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরনের কর্মসূচি নেওয়া হয়েছিল। ওই কর্মসূচিতে জাভেদ খান উপস্থিত হওয়ার অনেক আগে থেকেই সাধারণ মানুষের ব্যাপক জমায়েত হয়। এই নিয়ে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

করোনা আটকাতে যখন জমায়েত করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেই সময় এত মানুষের জমায়েতের ফলে করোনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে ওই এলাকার বাসিন্দাদের অভিমত। এলাকাবাসীদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী সকলেই জমায়েত না করার আবেদন রাখছেন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বারবার জানাচ্ছেন কোনওভাবেই যাতে জমায়েত না হয়। এতকিছুর পরেও রুবি পার্কে দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ নিয়ে যে জমায়েত তৈরি হয়েছে তার ফলে করোনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। কবে চেতনা জাগবে এইসব মানুষদের?